본문 바로가기

방글라데시 뉴스모음/방글라데시 뉴스

코비19 관련 4월 21일 방글라데시 신문 뉴스

[오늘의 코로나 뉴스 신문 기사들]
문화원 제공

2020년 4월 21일
전체 감염자 2,948명
전체 사망자 101명
어제 감염자 492명(180명↑)
어제 사망자 10명

করোনায় মৃত্যু শতক ছাড়াল, একদিনে আক্রান্ত ৪৯২
গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩১ হাজার ৭৯ জনকে এবং এ পর্যন্ত নেয়া হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৪০ জনকে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৪৫ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৭৫হাজার ৮১২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৫ হাজার ৭৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন চার হাজার ৬৫৫জন। সব মিলিয়ে বর্তমানে ৮০ হাজার ৪০২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
코로나로 사망자 수 100명을 넘김, 하루에 492명 감염.
지난 24 시간 동안 총 31,069 명이 검역소로 이송되었습니다. 현재까지 총 155,940 명이 감염 검사를 받았으며, 이중 1,545 명이 자가격리를 받았습니다. 이로서 현재 자가격리는 75,747 명이 있고 기관 격리 4,655 명이 있습니다. 전체 80,402명이 격리 중에 있습니다.


다까의 어느 지역에 몇 명의 코로나 환자가 있나?
아다볼 5, 아갈가오 2, 알마니똘라 1, 아스꼬나 1, 아짐뿔 11, 바부바잘 11, 받다 8명, 베일리 로드 3, 보나니 8, 봉샬 15, 바니아노골 1, 바샤보 1, 보슌도라 5, 배군바리 1, 베곰바잘 1, 베리받 1, 복시바잘 1, 보치라 1, 부엗 에리아 1, 껜똘멘뜨 1, 센뜨롤 로드 1, 짠칼뿔 6, 쪽바잘 10, 다께쇼리 1, 데므라 2, 단몬디 18, 돌라이칼 1, 도야곤즈 1, 이스까똔 6, 포리다받 1, 팜게읻 1, 겐다리아 14, 고란 1, 고삐박 3, 그린로드 10, 굴리스탄 3, 굴산(바리다라) 13, 하띨질 1, 하띨뿔 3, 하자리박 15, 이슬람뿔 2, 젤게이트 2, 자뜨라바리 23, 지가똘라 5, 주라인 3, 꼴란뿔 1, 까므랑기로쫄 4, 까지빠라 3, 까우란바잘 1, 꼬쭈켇 1, 킬가오 1, 킬켇 1, 꼴따바잘 1, 꼬돔똘리 2, 꼬또알리 4, 꾸릴 1, 랄박 21, 로키바잘 4, 말리똘라 1, 말리박 4, 마니꼬디 1, 마뚜아일 1, 밀하질박 2, 밀뿔1-A 8, 밀뿔6-A 3, 밀뿔10-A 7, 밀뿔11-A 13, 밀뿔12-A 11, 밀뿔13-A 2, 밀뿔14-A 6, 믿폴드 17, 목바잘 12, 모혼뿔 1, 모하마뿔 26, 모띠질 1, 묵다 3, 노밥뿔 1, 노밥곤즈 2, 나린다 3, 나칼빠라 5, 니쿤조 1, 삐렐박 2, 뿌라나 뽈똔 2, 라잘박 13, 람뿌라 1, 라엘바잘 1, 쇼브즈박 2, 쇼돌갇 1, 샤에다받 1, 사엔스렙 1, 샤호알리박 2, 샤호박 6, 샤카리바잘 7, 샨띠박 1, 셈뿔 1, 샨띠노골 7, 세몰리 4, 세오라빠라 1, 세켈땍 1, 쇼아리갇 3, 싣덴쇼리 3, 쇼닐 아크라 1, 수뜨라뿔 9, 떼즈가오 16, 떼즈뚜리 바잘 1, 똘랄박 19, 울드 로드 1, 욷또라 20, 바따라 1, 와리 29명

전국 시도별 감염자 수
다까 1014, 나라얀곤즈 386, 가지뿔 279, 놀싱디 105, 끼숄곤즈 77, 쪼또그람 39, 문시곤즈 33, 고빨곤즈 30, 마다리뿔 26, 모이몬싱호 21, 록키뿔 21, 보리샬 21, 자말뿔 20, 꾸밀라 19, 가이반다 12, 땅가일 10, 브라콘바리아 11, 짣뿔 8, 디나즈뿔 10, 라즈바리 7, 내뜨로꼬나 14, 쇼리옫뿔 7, 닐파마리 9, 마닉곤즈 6, 셀뿔 11, 볼구나 10, 라즈샤히 4, 삐로즈뿔 4, 롱뿔 3, 셀렏 3, 타꿀가오 6, 잘까티 4, 모울비바잘 2, 뽀뚜아칼리 2, 랄머니핟 2, 퍼리뿔 4, 꾸리그람 2, 노아칼리 3, 죠이뿔핟 2, 노라일 2, 쭈아당가 1, 꼭스바잘 1, 호비곤즈 1, 슈남곤즈 1, 쿨나 1, 반돌반 1, 페니 2, 보그라 1, 뽄쪼골 1, 조숄 1, 바겔핟 1명


করোনার মধ্যে চলছে ৯৮ পোশাক ও বস্ত্র কারখানা
코로나 가운데 98개 의류 및 봉제 공장 운영 중
করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনার ৯৮ পোশাক ও বস্ত্রকল আজ সোমবার উৎপাদন চালিয়েছে। তার মধ্যে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ৭৮টি, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর ১৩টি ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সদস্য কারখানার সংখ্যা ৭টি।
코로나 감염의 위험에도 불구하고, Savar-Ashulia, Gazipur, Narayanganj, Narsingdi, Mymensingh 및 Khulna의 98 개의 의류 및 직물 공장은 월요일에도 생산을 계속했습니다. 그 중 BGME 회원 공장이 8 개이고, BKME 회원 공장이 13 개입니다.
শিল্প পুলিশের সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও খুলনায় ৭ হাজার ৬০২টি শিল্প কারখানার মধ্যে ৫২২টি সোমবার উৎপাদন চালিয়েছে। বন্ধ ছিল ৭ হাজার ৮০টি শিল্প কারখানা।
산업 경찰 본부 경찰청장 Mohammad Amjad Hossain은 Savar-Ashulia, Gazipur, Narayanganj, Narsingdi, Mymensingh 및 Khulna의 7,602 개 공장 중 522 개 공장이 월요일에도 생산을 계속 했다고 밝혔다. 이중 7,080 개의 공장이 문을 닫았습니다.
রোনা মোকাবিলায় গত ৬ এপ্রিল বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ বিবৃতিতে ১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। তখন বলা হয়, যেসব কারখানার জরুরি রপ্তানি ক্রয়াদেশ রয়েছে ও যারা করোনা মোকাবিলার জন্য সুরক্ষা পোশাক বা পিপিই, মাস্ক ইত্যাদি বানাতে তারা কারখানা খোলা রাখতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন (বিজিএমইএ বা বিকেএমইএ), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে। পরবর্তীতে সরকার ঘোষিত ছুটি বৃদ্ধি করা হলে ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় বিজিএমইএ ও বিকেএমইএ। তবে তখন থেকে প্রায় প্রতিদিনই শতাধিক পোশাক কারখানা খোলা ছিল।
지난 4 월 6 일에 공동 성명에 BGME와 BKME는 4 월 14 일까지 의류 공장을 폐쇄한다고 발표했습니다. 즉, 긴급한 수출 주문이있는 공장과 코로나 관련 보호복이나 PPE, 마스크 등을 만드는 공장은 계속 열 수 있습니다. 이 경우 관련 사업 기관 (BGME 또는 BKME), 공장 및 기관 검사국 (DIFE) 및 산업 경찰에 통보해야합니다. 나중에 BGME와 BKME는 정부가 발표 한 휴가가 연장되면 4 월 25 일까지 공장을 폐쇄하기로 결정했습니다. 그러나 그 이후로도 수백 개의 의류 공장이 거의 매일 문을 열었습니다.


এডিবির কাছে আরও সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী
재무 장관은 ADB로부터 더 많은 지원을 요구했다
প্রাণঘাতী(치명적인) করোনাভাইরাসের প্রভাবে দেশের আমদানি-রপ্তানির ওপর নেতিবাচক(부정적인) প্রভাব(영향) পড়তে শুরু করেছে। বেশির ভাগ দেশে প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছেন। এর ফলে স্থবিরতা নেমে এসেছে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহেও। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অবিরাম সহযোগিতা চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
치명적인 코로나 바이러스의 영향으로 수출입에 부정적인 영향을 미치기 시작했습니다. 대부분 국가에서 방글라데시 이주 노동자들은 실업자 상태가되었습니다. 결과로 국내 송금이 중단 되었습니다. 이런 위기 극복을 위해 AHM Mustafa Kamal 재무 장관은 방글라데시의 개발 파트너 중 하나 인 아시아 개발 은행 (ADB)의 지속적인 지원을 요청했습니다.


গাজীপুরে করোনা ছড়ানোর কারণ জানালেন পুলিশ সুপার!
Gazipur 경찰서장은 코로나가 확산 된 이유를 말했다!
গাজীপুরে অনেক পোশাক শিল্প কারখানায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বানানোর কথা বলে অন্য পণ্য বানানো হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। আগামীতে পোশাক কারখানা চালু করতে আরও শ্রমিকদের ডেকে আনা হলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। এ ব্যাপারে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করতে হবে বলে জানান তিনি।
অনেকেই পিপিই ও মাস্ক বানানোর নামে কারখানা খুলে অন্য কাজ করাচ্ছেন।
পুলিশ ‍সুপারের বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। আমি পরবর্তীতে গার্মেন্টস মালিকদের সঙ্গে বসব।
কনফারেন্সে ঢাকা ও নারায়ণগঞ্জের পর গাজীপুর ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন করে শ্রমিক আনা ঠিক হবে কি-না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ সময় প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শ্রমিকদের থাকা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত পরিসরে পোশাক কারখানা খুলে দেয়ার ব্যবস্থা করে দিতে নির্দেশনা দেন।
Gazipur의 많은 의류 공장은 개인 보호복 (PPE)를 만든다고 말하고 다른 제품을 만들고 있습니다. 많은 기관에서 위생 법규를 따르지 않고 있습니다. 향후 봉제 공장을 돌리기 위해 더 많은 근로자들이 몰려들텐데, 그럴경우 감염 위험은 더 증가 할 수 있습니다. 그는 이와 관련하여 구체적인 대처 방안을 만들어야 한다고 했습니다.
많은 경우 공장을 열고 PPE와 마스크를 만든다고 하면서 다른 작업을하고 있습니다.
이에 수상은 "우리는 이와 관련하여 조치를 취할 것"이라고 하며, 의류 공장 소유주들과 대화 하겠다"고 했습니다.
다까와 나라얀곤즈 이어 Gazipur이 가장 위험하기 때문에 새로운 근로자들이 출근하는 것이 옳은지에 대한 의문을 제기했습니다. 이에 총리는 전반적인 상황을 검토하고 근로자들에게 작업장에 머무르면서 제한적으로 공장들이 생산을 할 수 있도록 지시했습니다.

কটিয়াদীতে ১১ জনের করোনা শনাক্ত, সবাই স্বাস্থ্যকর্মী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
꼬띠아띠에 11명 코로나 확진, 모두 의료종사자
끼숄곤즈 꼬띠아띠군에 11명이 코로나 바이러스 확진 판정을 받았습니다.

শেরপুরে পুলিশ কর্মকর্তাসহ নতুন শনাক্ত ৭
셀뿔 경찰관 포함 7명 확진

হবিগঞ্জে একদিনে চিকিৎসক-নার্সসহ ১০ জন করোনায় আক্রান্ত
호비곤즈 의사 간호사 10명 코로나 감염


দেশে করোনাভাইরাসের মারাত্মক থাবায় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে এক চিকিৎসক মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন দুই শ’য়ের কাছাকাছি। এই অবস্থায় করোনার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের প্রতি নির্দেশ দিয়েছে সরকার।
의사와 간호사를 포함한 의료 종사자들은 치명적인 코로나 바이러스에 노출 될 위험이 가장 높습니다. 한 의사가 감염되어 이미 사망했으며 현재 약 200 명이 감염되었습니다. 이에 정부는 의사-간호사 등 코로나 바이러스 관련 종사자들 모두에게 숙박과 출퇴근에 필요한 모든 것을 제공하도록 지방 행정부 지시했습니다.


২৯৭ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।
297명의 방갈리 코로나 바이러스 감염으로 사망했다.
করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৭ জন বাংলাদেশি মারা এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭৪ জন এবং যুক্তরাজ্যে ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন।
আর সিঙ্গাপুরে ২হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সুতরাং, আজ পর্যন্ত মোট ২৯৭ জন বাংলাদেশি বিদেশে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।
코로나 바이러스 감염으로 미국과 영국에서 방글라데시 국민이 계속 사망하고 있습니다. 지난 24 시간 동안 미국에서 방글라데시인 7 명이 더 사망했습니다. 그 결과 지금까지 미국에서 174명이 사망했고 영국에서 79명이 사망했습니다.
그리고 싱가포르에서는 방글라데시인 2,962 명이 코로나 바이러스에 감염되었습니다.
따라서 지금까지 모두 297명의 방갈리가 해외에서 코로나 바이러스 감염으로 사망했습니다.


হৃদয়স্পর্শী ঘটনা.... 심금을 울리는사건...
ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। বাবার প্রিয় সন্তান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত, জরুরীভাবে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করতে হবে। হাসপাতালের বাইরে এম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসার জন্য স্ট্রেচার প্রয়োজন, ডাক্তার নার্স ওয়ার্ডবয় কেউ এগিয়ে আসলেন না, যদি তারাও সংক্রমিত হন। বুকের ধনকে বাঁচাবার জন্য বাবা নিজে সন্তানকে কোলে নিয়ে এম্বুলেন্স পর্যন্ত আনলেন। বাবারা হারতে জানেনা, প্রিয় সন্তানদের জন্য শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়তে প্রস্তুত থাকেন।
বাপ পোলারে কোলে তুইলা বললো,
'আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে, কিন্তু তর বাপ এখনো বাঁইচা আছে'
তুমি এই বাবা এবং সন্তানকে সুস্থ করে দেও।
사진은 다까 의과 대학 병원입니다. 아버지는 사랑하는 아들이 코로나 바이러스에 감염되어 다까의 쿠웨이트 우정 병원으로 빨리 가야만합니다. 병원에서 밖에 구급차에 실으려면 들것이 필요합니다. 그러나 간호사 의사 등 아무도 감염을 두려워하여 가까이 오지 않았습니다. 가슴의 보물(아들)을 구하기 위해 아버지는 아이를 직접 안고 구급차로 데려갔습니다. 아버지는 포기를 모릅니다. 마지막 호흡이 있을때까지 사랑하는 아들을 위해 싸울 준비가되어 있습니다.
폴라 신부는 이를 보고,
'아들아 무섭니? 이 나라는 죽었지만 네 아버지는 아직 살아있단다.'