본문 바로가기

방글라데시 뉴스모음/방글라데시 뉴스

4월 23일 방글라데시 코로나 뉴스

문화원 제공


2020년 4월 23일
전체 감염자 3,772명
전체 사망자 120명
어제 감염자 390명
어제 사망자 10명


বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের মানচিত্র
방글라데시 코로나 바이러스 감염 지도

  •  



৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত
করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল।
5월 5일까지 일반 휴일 연장 결정
코로나 바이러스 퇴치를 위해 정부는 휴일을 5월 5일까지 기간을 연장하기로 결정했습니다. 이로 인해 휴가가 5번째 연장 되었습니다.


সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশি
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক সাড়ে চার হাজারের মতো।
싱가포르에 코로나 감염자의 40 %가 방글라데시인
싱가포르에 코로나 바이러스 감염 중 약 4,500명이 방글라데시인이다.

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুলিশ সদস্যরা ওষুধ পাবেন
병의 면역력을 높이기 위해 경찰들은 약물을 받게 된다.
করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুলিশ সদস্যদের ভিটামিন সি, ডি ও জিংক ট্যাবলেট দেওয়া হবে।
코로나 바이러스를 피하기 위해 경찰은 면역력을 높이기 위해 비타민 C, D 등을 제공받습니다.


রোজায় সব বন্ধ রাখতে পারব না, সীমিত আকারে চালু করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।
라마단 기간에 모든 것을 닫아 놓을 수 없다, 제한된 방식으로 열어야 한다.
섹 하시나 수상





করোনাভাইরাস: 'ভিআইপিদের' চিকিৎসায় আলাদা হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে যুক্তি, অস্বীকার করছে তথ্য মন্ত্রণালয়
코로나 바이러스 : 보건부는 'VIP' 치료를 위해 별도의 병원을 고려하고 있다, 정보부는 부인

করোনাভাইরাসে যদি বাংলাদেশের কোন ভিআইপি, বিত্তশালী এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকেরা আক্রান্ত হন, তাহলে তাদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
방글라데시의 VIP, 부자 및 외국인이 코로나 바이러스에 감염된 경우 당국은 코로나 바이러스 치료를 위한 별도의 병원을 설립하기로 결정했습니다.

এজন্য ঢাকার একটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে এবং বেসরকারি কয়েকটি বড় হাসপাতালের কর্তৃপক্ষের সাথে এ নিয়ে কথাবার্তা চলছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
이를 위해 다카의 한 병원이 지정 되었습니다. 또한 몇몇 대형 민간 병원은 당국과 대화가 진행되고 있다고 보건부에 의해 알려졌습니다.

তবে তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বিবিসিকে পাঠানো এক চিঠিতে এই ব্যবস্থার কথা অস্বীকার করেছেন। বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেছেন, প্রকাশিত সংবাদটি 'সঠিক তথ্য নির্ভর নয় এবং ভুল।'
그러나 정보부 대변인은 BBC에 보내는 서한에 대한 의혹을 부인했습니다. 방글라데시 정부의 최고 정보 책임자인 Surath Kumar Sarkar는 이 보고서가 "정확하지도 않다"고 말했습니다.

এর আগে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, বিদেশী কূটনীতিকদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল নির্ধারণ করা আছে।
이에 앞서 방글라데시 보건부 장관 Habibur Rahman은 BBC 방글라에게 셰이크 라셀 개스트로리버 연구소와 병원이 외국인 외교관들을 위해 지정 되었다고 말했습니다.

এখন এভারকেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল), ইউনাইটেড বা স্কয়ারের সাথে যাতে একটা বোঝাপড়ায় আসা যায়, তা নিয়ে সরকারের কথাবার্তা চলছে। সরকার আলাপ করছে যাতে পুরো হাসপাতাল অথবা হাসপাতালের একটা ইউনিট করোনাভাইরাস চিকিৎসায় ভিআইপিদের জন্য বরাদ্দ দেয়া হয়।
지금 정부는 Evercare (이전의 Apollo Hospital), 유나이티드, 스퀘어 병원과 계약을 체결하기 위해 협의 중입니다. 정부는 병원 전체 또는 병원의 일부를 코로나 바이러스 감염 VIP들을 위한 치료에 대해 대화하고 있습니다.

(참고로 보슌도라에 있는 아폴로 병원은 4월1일로 '에버케어 병원'으로 이름이 바뀌었습니다. 아폴로 병원(STS Holdings Ltd)은 미국 자본으로 서남아시아에 30여개 병원을 운영하고 있는 Evercare Group에 지난 해 9월 Tk1,000크로에 인수 되었습니다.
Apollo Hospitals Dhaka는 425 개의 침상과 약 6,60,116 명의 환자가 등록 되어 있는 것으로 알려졌습니다.)



এইচএসসি পরীক্ষা ও এসএসসির ফল নিয়ে অনিশ্চয়তা
HSC 시험 시작과 SSC 시험 결과에 대한 불확실성
করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা শুরু করা এবং এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনিশ্চয়তার মুখে পড়েছে। ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এখন এই পরীক্ষা কবে শুরু হবে, তা সুনির্দিষ্ট হয়নি। আগামী মাসের শুরুতে এসএসসির ফল প্রকাশও হবে না।
সীমিত আকারে যানবাহন চলা শুরু হলে তার ১৫ দিন পর এসএসসির ফল প্রকাশ করা হবে। সেটি মে মাসে যদি সম্ভব হয়, তা করা হবে। তবে সীমিত আকারে যান চলাচলের বিষয়ে সরকার কবে সিদ্ধান্ত নেবে, তা এখনো ঠিক হয়নি। আর এইচএসসি পরীক্ষা আসন্ন ঈদুল ফিতরের আগে শুরু হচ্ছে না।
এবারের এইচএসসিতে মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি। শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এসব পরীক্ষার্থী। আর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।
코로나 바이러스로 HSC 시험을 시작과 SSC 시험 결과 발표가 불확실한 가운데 있습니다. HSC 시험은 4 월 1 일에 시작될 예정이었습니다. 그러나 이 시험이 언제 시작될지는 확실하지 않습니다. SSC 시험 결과도 다음 달 초에 발표되지 않습니다.
SSC의 시험 결과는 교통 통제가 풀린 후 15일 후에 발표 될 것이라고 밝혔습니다. 가능하다면 5월에는 하려고 합니다. 그러나 정부의 교통 통제가 언제 풀릴지 명확하지 않습니다. 그리고 다음 Eid-ul-Fitr 이전에는 HSC 시험이 시작되지 않을 것입니다.
올해의 HSC 시험 응시 인원은 130만명입니다. 그러나 올해 시험이 취소 될지를 두고 수험생들은 걱정입니다. 그리고 지난 2월 SSC 시험을 치른 학생은 약 200백만명입니다.



BBC Bangla News
করোনাভাইরাস: কী ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে?
코로나 바이러스 : 방글라데시는 어떤 미래를 기다리고 있을까?
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও যে বাড়তে থাকবে এ নিয়ে বিশেষজ্ঞদের মনে কোন সন্দেহ নেই।
প্রশ্ন হলো সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে? এবং কোন পর্যায়ে এসে এই হার কমতে শুরু করবে?
এসম্পর্কিত একটি মডেল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট - আইইডিসিআর-এর হাতে রয়েছে।
কিন্তু জনমনে আতঙ্ক ছড়াতে পারে সেই বিবেচনায় এই মডেলটি সরকার বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্যে আনতে চাইছে না।
"এক দিক থেকে ঠিক কাজটিই করা হয়েছে। কারণ এই মুহূর্তে প্রজেকশন (পূর্বাভাস) করার মতো যথেষ্ট ডেটা (উপাত্ত) পাওয়া যাচ্ছে না," বলছেন ভাইরোলজিস্ট ড. নজরুল ইসলাম।
전문가들은 방글라데시에서 코로나 바이러스 감염의 유병률이 증가함에 따라 사망자가 증가 할 것이라는 데는 의심의 여지가 없습니다.
그러나 문제는 감염과 사망이 어느 시점에서 멈출 것인가?
그리고 어느 시점에 와서 확산이 감소하기 시작할 것인가?
이에 관하여는 IEDCR의 병리학 연구소와 질병 통제 및 연구소가 담당하고 있습니다.
그러나 사람들에게 공포심을 퍼뜨릴 수 있다고 여겨서 정부는 이 보고서를 현재 시점에서 공개하지 않기로 했습니다.
“이것은 일방적이라며 아직 데이터가 충분하지 않기 때문”이라고 바이러스 학자 노즈룰 이슬람은 말했습니다.

অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ভাইরোলজিস্ট

কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং সম্ভাব্য মৃত্যুর হার নিয়ে গত ২৬শে মার্চে তৈরি জাতিসংঘের একটি ইন্টার-ডিপার্টমেন্টাল রিপোর্ট বাংলাদেশের গণমাধ্যমে ফাঁস হয়ে যায়।
এতে পূর্বাভাস করা হয়, বাংলাদেশে জনঘনত্বের বিবেচনায় করোনাভাইরাসে পাঁচ লাখ থেকে ২০ লাখ মানুষের জীবনহানি ঘটতে পারে।
그러나 방글라데시에서 코로나 바이러스 감염 및 사망률에 관한 유엔의 부서 간 보고서가 3월 27일 방글라데시 언론에 유출되었습니다.
이에 방글라데시의 인구 밀도에 따라 코로나 바이러스로 5십만에서 2백만명이 생명을 잃을 수 있다고 추정하였습니다.

 

https://www.bbc.com/bengali/news-52338423

 

কী ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে?

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়বে, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে? কোন পর্যায়ে এসে কমতে শুরু করবে?

www.bbc.com