본문 바로가기

방글라데시 뉴스모음/방글라데시 뉴스

5월5일 방글라 코로나 뉴스

[한국 민간 문화원 제공]


2020년 5월 4일 (오늘 데이터는 아직 발표가 없습니다.)
어제 감염자 688명
어제 사망자 5명
어제 검역수 6,260명
전체 검역수 87,694명
전체 감염자 10,143명
전체 완치자 1,210명
전체 사망자 182명


জমে থাকা নমুনা পরীক্ষা করছে আইইডিসিআর
IEDCR은 냉동(재고) 샘플 검사 중.
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত দুই দিনে রোগ শনাক্তকরণের কোনো নমুনা সংগ্রহ করেনি। প্রতিষ্ঠানটি তাদের কাছে জমা থাকা নমুনা পরীক্ষা করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করেছিল আইইডিসিআর। অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আইইডিসিআর আগের মতো নমুনা সংগ্রহ করবে না। রোগ শনাক্তের পরীক্ষাও করবে কম।
Institute of Pathology, Disease Control and Research(IEDCR)는 지난 이틀 동안 진단을 위한 샘플을 수집하지 않았다. IEDCR는 그동안 제출 된 샘플을 진단하고 있다. 이 정보는 보건부 및 IEDCR의 관련자들과 대화 한 후에 밝혀졌다.
코로나 식별 테스트는 IEDCR에 의해 시작되었다. 그러나 보건부는 IEDCR이 이전과 같이 샘플을 수집하지 않기로 결정했다. 질병을 진단하기 위한 검사가 줄어 들것이다. (IEDCR에서 보건부로 넘어 가면서 오늘은 아직 어제의 데이터를 발표하지 않고 있습니다. 보건부가 준비가 안되어 검진이 이루어지고 있지 않다는 기사도 있는 등 여러 의문이 일고 있습니다.)


নতুন ১১ জনসহ ৫৪৭ চি‌কিৎসক ক‌রোনায় আক্রান্ত
11 명의 새로운 의사를 포함한 547 명의 의사가 코로나에 감염되었다
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ৫৪৭ জনে।
সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪১১ জন রাজধানীতে।
어제 하루 동안 11명의 의사가 코로나 바이러스 (Covid-19)에 감염되었다. 이로 인해 코로나에 감염 된 의사 수는 547명이 되었다.
감염된 의사의 수는 수도 다까에서 411 명이다.


চট্টগ্রামে করোনার একদিনেই শনাক্ত ১৬
치타 공에서 코로나 하루에 18명 확진 판정

  •  

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এ যাবৎকালের সর্বোচ্চ ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
치타 공에서 코로나 바이러스 (Kovid-19) 전염병에 감염된 환자의 수가 날로 증가하고 있다. 지난 24 시간 동안 치타 공에서 18명의 검체가 코로나 양성으로 판정 되었다.


ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় আজ সোমবার রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।
다카 의과 대학 병원내 경찰 파출소가 폐쇄되었다. 월요일 밤에 경찰이 코로나에 감염되어 파출소가 폐쇄됐다. 동시에 그곳에서 금무하는 모든 경찰관들이 격리되었다.


২০০০ চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি
2000명의 의사 모집 위한 공고
দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই চিকিৎসকদের ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হয়।
চিকিৎসকদের পাশাপাশি ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
정부는 2,000 명의 의사 모집에 대한 공고를 발표했다. 이 의사들은 5월 12일 부터 근뭏게 된다.
PSC 의사들과 함께 5,054명의 간호사를 모집 할 것을 권고했다.



করোনাভাইরাস: ভাইরোলজিস্ট বলছেন লকডাউন কাজ করছে না, 'ইমিউনিটি' গড়ে তোলা ছাড়া বাংলাদেশের জন্য মোকাবেলার আর পথ নেই
코로나 바이러스 : 바이러스 학자에 따르면 봉쇄 효과가 작동하지 않고 있다고 한다.

বাংলাদেশের শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন বাংলাদেশে করোনভাইরাস মহামারির প্যার্টান বা আক্রান্তের সংখ্যা নির্দেশকারী গ্রাফে এর ওঠানামার চিত্রটা দেখলে দেখা যাবে, বিশে এপ্রিল ৪৯২জনের ভাইরাস শনাক্ত হয়েছিল। তারপর দৈনিক আক্রান্তের এই হার ওঠানামা করে এখন ৬শ'য়ের কোঠায় পৌঁছেছে।
방글라데시 최고의 바이러스 학자 인 노즈룰 이슬람 교수는 BBC 방글라에게 방글라데시에서 코로나 바이러스 전염병의 패턴을 보여주는 그래프가 4 월 20일에 492명으로 확인되었다고 밝혔다. 그런 다음 일일 공격률이 변동하여 600명에 도달했다.

'ইমিউনিটি ছাড়া আমাদের আর কোন অস্ত্র নাই'
'면역 외에 우리에겐 무기가 없다'
তার মতে, এই ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ওপর ভরসা করেই থাকতে হবে। কারণ তিনি বলছেন বাংলাদেশে উচ্চ মানের লকডাউন আরোপ করা সম্ভব না।
그에 따르면 방글라데시는 바이러스에 대한 면역력에 의존해야 한다. 그는 방글라데시에서 강도 높은 봉쇄를 강제 할 수 없다고 말한다.
"আমরা চেষ্টা তো করলাম এক মাস ধরে। পারছি না তো। সবাই চেষ্টা করেছে। পুলিশ চেষ্টা করেছে, আর্মি চেষ্টা করেছে, ভলান্টিয়াররা চেষ্টা করেছে। আমরা পারছি না।"
তিনি বলছেন বাংলাদেশে এই রোগ মোকাবেলার একমাত্র উপায় যে মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হওয়া, সরকারকে সেটা মানতে হয়ত বাধ্য হতে হবে। অধ্যাপক ইসলাম বলেন আমেরিকা বা ইতালিতে কর্তৃপক্ষ যেভাবে লকডাউন কার্যকর করতে পারে, বাংলাদেশ সেভাবে এই লকডাউন কার্যকর করতে পারছে না।
"বাংলাদেশে মানুষজনের যে বিহেভিয়ার‍্যাল প্যার্টান (আচরণের ধরন) আর বাংলাদেশ সরকারের যে সক্ষমতা, এই দুটা যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের সরকার এইরকম আচার-ব্যবহারওয়ালা জনগোষ্ঠিকে প্রকৃতভাবে লকডাউন করাতে পারবে বলে আমার মনে হয় না।"
"우리는 한 달 동안 시도해 봤습니다. 할 수가 없었습니다. 모두가 노력을 했습니다. 경찰도 노력을 했습니다, 군대도 노력을 했습니다, 자원 봉사자도 노력을 했습니다. 그러나 우리는 할 수 없었습니다."
그는 방글라데시에서 이 질병을 치료할 수 있는 유일한 방법은 사람들 사이에 면역력을 만드는 것이며, 정부는 이를 ​​받아 들여야 할 수도 있다고 말했다. 이슬람 교수는 방글라데시가 당국이 미국이나 이탈리아에서 봉쇄을 했던 것과 같은 방식으로 봉쇄를 할 수 없다고 말했다.
"방글라데시 사람들의 행동 양식과 방글라데시 정부의 능력에 대해 생각한다면, 방글라데시 정부가 실제로 그러한 사람들을 봉쇄 할 수 있다고 생각하지 않습니다." (방글라데시 특유의 인구 과밀, 공동생활 형태 주거 환경 등이 선진국에서처럼 지역간 통제나, 자가 격리 등이 불가능하다고 학자들은 여긴다. 특히 정부는 실제로는 봉쇄이면서도 봉쇄라하지 않고 휴가라고 해서 국민들이 상황의 중대성을 인식하지 못하고 오히려 다른 휴가때처럼 고향 등으로 이동을 많이하는 혼란을 자초 했다.
그런 학자들을 향해 정부 관계자는 뭐라도 해야 하는데, 우리가 지금 할 수 있는 것은 이것 뿐이라고 한다.
학자들은 이달 말까지 최소 5만명에서 10만명까지 감염자가 늘어 날것으로 예측하고 있다.)


করোনাকালে শিক্ষার্থীদের বাসা ভাড়ায় সরকারি বরাদ্দের দাবি
코로나 시기동안 학생의 집을 임대하기위한 정부 할당 요구

ঢাকা মেডিকেলের ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত
Dhaka Medical 검역관 밧쭈 미아 코로나에 감염

শুধু সৌদি থেকেই ফেরত আসবে ১০ লাখ বাংলাদেশি
사우디에서만 백만 명의 방글라데시 인 귀국

রাত ৮টার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ, ১৬ মে পর্যন্ত
밤 8시 이후 외풀 금지, 5월 16일(휴가 기간까지)

ছুটি বাড়ল, ঈদের ছুটিতে থাকতে হবে কর্মস্থলে
휴가가 늘어 났고, 이드 휴일은 일해야 한다.
(올해의 이드 국정 휴일은 없음)

দোকান-শপিংমল খুলবে ১০ মে, বন্ধ বিকেল ৪টার মধ্যে
가게-쇼핑센터 열린다 5월 10일부터, 오후 4시에 닫아야 한다.



ঈদের ছুটিতে বন্ধ থাকবে দূরপাল্লার বাস
이드(24 or 25일) 휴가에 장거리 버스 운행 금지

কোভিড -১৯ 'র বিস্তার রোধে সরকার কর্তৃক ঘোষিত বেশ কয়েকটি নতুন নির্দেশিকা'
Covid-19'의 확산을 막기위한 정부 발표 몇 가지 새로운 지침(그 중 몇가지)

>>সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।
>> 휴가 기간 동안 한 지역(젤라)에서 다른 지역으로, 그리고 하나의 우뽀 젤라(군)에서 다른 우뽀 젤라로 일반적인 이동은 엄격하게 통제된다.
긴급한 필요(필수품 구매 및 판매, 의약품 구매, 의료 서비스, 사망자 매장 등)를 제외하고는 저녁 8시에서 아침 8시 사이에는 누구도 집 밖으로 나올 수 없다.

>>এই ছুটি চলাচল/নিষেধাজ্ঞাকালীন জনগণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
>> 이 휴가 /이동 금지 기간 동안에 국민과 모든 당국자는 보건부가 공고한 지침을 엄격히 준수해야 한다.

>>রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিং মলগুলো অবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।
>> 라마단과 이드에는 제한된 범위에서 가게 등을 계속 열 수 있다. 그러나 구매 및 판매 중에 상호 거리를 유지하면서 다른 건강 규칙을 준수해야 한다. 대형 쇼핑몰의 입구에는 손 소독제가 있어야 한다. 쇼핑몰에 도착한 차량은 소독해야한다. 상점과 쇼핑몰은 오후 5 시까지 모두 문을 닫아야한다.

>>সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।
>> 도로와 수로를 통해 모든 형태의 화물 운송 차량(트럭, 화물선 등)은 계속 운행 할 수 있다.

>>চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম (ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া) এবং ক্যাবল টিভি নেটওয়ার্কে নিয়োজিত কর্মীরা সাধারণ/চলাচলে নিষেধাজ্ঞা আওতাবহির্ভূত থাকবেন।
>> 의료 서비스에 종사하는 의사와 직원, 의약품, 미디어 (전자 및 인쇄 매체) 및 케이블 TV 네트워크에 종사하는 직원을 포함한 의료 장비를 운반하는 직원은 일반/이동 제한이 면제 된다.

>>পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
>> 상황을 고려하여 산업, 농업, 생산 및 공급 시스템과 관련된 분야는 향후 단계적으로 개방 될 것이다.

>>ছুটিকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।
>> 휴가기간에는 어떠한 교육 기관도 문을 열 수 없다.


রাষ্ট্রীয়ভাবে লকডাউন হয়নি, মানুষ গুরুত্ব বুঝতে পারছে না: ফখরুল
국가적인 봉쇄가 되지 않았다, 사람들은 중대성을 이해하지 못하였다. : 포코룰
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হলেও এ দেশে রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো ঘোষণা করা হয়নি। তাই মানুষ এর গুরুত্ব বুঝতে পারছে না। এ ছাড়া গার্মেন্টস খোলা রাখা ও গণ পরিবহন চলাচল নিয়েও তিনি সমালোচনা করেন।
BNP 사무 총장 Mirza Fakhrul Islam Alamgir는 다른 나라에서는 봉쇄라고 발표가 되었지만 방글라데시에서는 그러한 발표가 없었다고 말했다. 그래서 사람들은 그 중대성을 이해하지 못했다. 그는 또한 본제공장의 생산활동 시작과 대중 교통의 운행을 비판했다.
미르자 파코룰은 정부가 처음부터 코로나 바이러스를 무시했다고 말했다.


শ্রমিকদের বেতন : বিশেষ তহবিলের ঋণ চেয়েছে ২০৪৪ শিল্প কারখানা
노동자 월급 : 2044 개 공장에서 특별 자금 대출을 요청 했다.




ঢাকাসহ দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
다카를 포함한 그 지역의 폭풍우 예측
ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব সব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিনের প্রথমভাগের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
다카를 포함한 7 개 지역에 걸쳐 45~60km/h의 바람으로 인해 산발적으로 비가 내릴 수 있다. 이 모든 지역의 하천 포트는 경고 1호를 표시하도록 요청했다. 기상청은 화요일 (5월 5일) 예측에서 이를 발표했다.