본문 바로가기

방글라데시 뉴스모음/방글라데시 뉴스

5월7일 방글라데시 코로나 뉴스

[한국 민간 문화원 제공]


2020년 5월 6일 (괄호는 전 날 숫자)
어제 감염자 706명 (790)
어제 사망자 0명 (3)
어제 검역수 5,867명 (6,241)
전체 검역수 105,513명
전체 감염자 12,425명
전체 완치자 1,910명
전체 사망자 186명



করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে আজ বুধবার আদেশ জারি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।
코로나 바이러스로 초중고와 대학의 휴가가 5월 30일 까지로 연장 되었다고 교육부 발표했다. 어제 수요일에 이와 관련하여 공고 했다.
그러나 정부는 현재 코로나 바이러스 상황이 계속되면 오는 9월까지 공휴일을 연장 할 수 있다고 했다.


ঈদের আগে নিউমার্কেট খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি
이드 전에 뉴마켓 열지 아직 결정 못 내림
보슌도로 쇼핑센터, 조무나 파크쇼핑센터는 ?

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি জানিয়েছে, নিউ মার্কেট খোলা বা বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তারা এ বিষয়ে শুক্রবার রাতে সিদ্ধান্ত নেবে।
다까의 가장 큰 시장인 뉴 마켓 상인 운영위원회는 이드 전에 시장을 열지 여부를 결정하지 않았다고 밝혔다. 그들은 금요일 밤에 결정할 예정이다.

আজ বুধবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় যমুনা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যমে।
보슌도라 시티 쇼핑 센터는 코로나 바이러스 확산을 막기 위해 이드 이전에 개장하지 않기로 결정했다고 어제 밝혔다.
한편, 죠무나 그룹은 죠무나 TV 보도에 따르면 죠무나 퓨처 파크 쇼핑센터도 이드 전에 개장하지 않기로 결정을 내렸다고 했다.


বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ও বাস্তবতার মিল-অমিল
방글라데시 보건국의 데이터와 실제 데이터의 불일치(코로나 사망자 수)

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে, কেবলমাত্র সেই ওয়ার্ডেই গত চার দিনে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
코로나 바이러스에 감염된 환자를 치료하기 위해 설립 된 다카 의과 대학의 특수 병동에서만 지난 4일 동안 28명이 사망 한 것으로 확인 되었다.
আর এ খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর একদিকে যেমন অনেকের মধ্যে বেশ উদ্বেগ-আতঙ্ক তৈরি করেছে, তেমনি কিছু প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে।
এর একটি বড় কারণ হচ্ছে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিদিন যে বুলেটিন প্রকাশ করছে, তার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বেশ গরমিল পাওয়া যাচ্ছে।
이후 이 뉴스가 알려 진 후에 많은 사람들에게 불안과 공포을 일으켰으며, 몇 가지 질문도 제기되었다.
이에 대한 가장 큰 이유는 다카 의과 대학 병원 당국이 제공 한 정보가 방글라데시 보건국이 매일 코로나 바이러스 상황에 대해 게시한다는 공지와 일치하지 않기 때문이다.
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে যে গত ২রা মে থেকে ৫ই মে পর্যন্ত এই চার দিনে বাংলাদেশে করোনাভাইরাসের রোগ কোভিড ১৯ -এ মৃত্যু হয়েছে ১৩ জনের।
অথচ এই চার দিনে কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ২৮ জনের।
보건부에 따르면 지난 4일 동안 방글라데시에서 5월 2일부터 5월 5일까지 코로나 바이러스로 사망자가 13명이다.
그러나이 4일 동안 다카 의대 병원에서만 26명이 사망했다.
(코로나 의심 환자가 사망 할 경우 사후 검진을 안하고 이는 코로나 사망자로도 통계처리를 하지 않은 것으로 알려 졌다. 실제로는 지금 발표한 사망자보다 훨씬 많을 것으로 전문가들은 보고 있다. 전체 감염자 11,719명인데 이중 완치자가 1,327명 밖에 안되는데 사망자 186명에 불과하다. 10,206명은? 모두 자가 격리 치료 중일까?)


দেশি পিপিই, মাস্কের ওপর ভ্যাট ছাড়
국내 PPE, 마스크 부가가치세(VAT) 면제
পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও সার্জিকাল মাস্কের (ফেস মাস্কসহ) স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে।
개인 보호 장비(PPE) 또는 수술 용 마스크(얼굴 마스크 포함)는 현지 생산, 거래자 및 공급 업체 수준에서 부가가치세(VAT)에서 면제되었다. 현지 업체가 이러한 제품을 생산하는 경우이 세금 혜택을 받는다.


দোকানপাট খুলছে, সংক্রমণ নিয়ে শঙ্কা
노점상들은 열리고 감염에 대한 두려움

আগে থেকেই মে মাসে করোনা সংক্রমণ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। এর মধ্যেই চালু হতে যাচ্ছে ঈদের কেনাকাটা। আর আতঙ্ক নিয়েই দোকান খুলতে যাচ্ছেন মালিক-কর্মচারীরা।
이전부터 공중 보건 전문가들은 5월에 코로나 감염의 증가를 예측했다. 이제 매일 확진자가 증가하고 있다. 이제 이드 쇼핑도 시작 된다.


শনিবার থেকে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
토요일부터 Tk 25에 양파 판매 TCB

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ঘোষণা দিয়েছেন শনিবার থেকেই ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা শুরু করা হবে।
방글라데시 상무부 장관 Tipu Munshi은 토요일부터 25Tk에 양파를 판매 할 것이라고 발표했다.

মধ্যপ্রাচ্য থেকে কয়েক সপ্তাহে ফিরছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি
중동에서 몇 주안에 26,000명 이상의 방글라데시 인들이 귀국한다
করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো স্বাস্থ্যঝুঁকি কমাতে কারাগারে থাকা অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠাচ্ছে। সেই সঙ্গে তেলসমৃদ্ধ দেশগুলো ফেরত পাঠাচ্ছে তাদের দেশগুলোতে থাকা বেকার ও অবৈধ অভিবাসীদের। সব মিলিয়ে এসব তালিকায় থাকা বাংলাদেশের অন্তত ২৮ হাজার ৮৯৬ জন আগামী কয়েক সপ্তাহে দেশে ফিরছেন।
코로나 바이러스 감염으로 중동 국가들은 건강상의 위험을 줄이기 위해 일반 사면하에 수감 된 이민자를 본국으로 송환한다. 동시에, 석유가 풍부한 국가는 실업자와 불법 이민자를 자국으로 돌려 보낸다. 전체적으로, 적어도 26,798명의 방글라데시 사람들이 다음 몇 주 안에 귀국 할 것이다.


স্বাস্থ্য সনদ ছাড়াই আরব আমিরাত থেকে এলেন ১৮৮ শ্রমিক
건강 증명서 없이 아랍 에미리트에서 188명 노동자 귀국


করোনায় সুখবর পেলেন বাহরাইনের বাংলাদেশি শ্রমিকেরা
바레인에 희소식 바레인 방글라데시 노동자들
করোনাভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে অনিয়মিত হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। বাহরাইনে বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার সদ্ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রায় ৪০ হাজার কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
바레인은 코로나 바이러스 감염으로 인해 불법체류 외국인 노동자를 합법화하기로 결정했다. 중동 바레인의 약 4만 명의 방글라데시 노동자들이 일반 사면을 이용함으로써 합법화 될 수 있는 기회를 얻고 있다.


করোনার কারণে বেকার লাখো প্রবাসী কর্মী
코로나로 인한 실업상태에 놓인 해외 노동자

প্রায় ১ কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। এঁদের একটি বড় অংশ কাজ করে চুক্তিভিত্তিক। 약 1 천만 명의 방글라데시 사람들이 세계 여러 나라에 살고 있다. 그들 중 대부분은 계약직 노동자이다.

মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার চালুর আশা পররাষ্ট্রমন্ত্রীর
외무 장관은 곧 말레이시아에서 노동 시장을 개척 할 것으로 기대
(첨언 : 방글라데시는 전 세계 1천만명에 이른 노동자들을 통해 벌어들이는 수익이 국내 산업활동을 통한 전체 수익보다 많은 나라이다. 따라서 지금의 노동상태는 방글라데시 수익에 큰 타격을 주고 있다.)


পটুয়াখালীতে জ্বর ও শ্বাসকষ্টে চা–বিক্রেতার মৃত্যু
뽀뚜아칼리에 열과 호흡 곤란으로 차 판매자가 사망
(이렇게 병원에 가보지도 못하고 사망하는 사람도 부지기수이다.)

ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, অধ্যাপক নাজমুল করিম চৌধুরী
다카 한 대학교 부총장 코로나 바이러스로 사망했다, Nazmul Karim Chowdhury 교수

বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকা ঋণ দেবে এডিবি(৫০০ মিলিয়ন ডলার)
방글라데시에 4,000 크로어 Tk 차관 제공, 아시아 개발 은행(ADB)