본문 바로가기

방글라데시 뉴스모음/방글라데시 뉴스

5월 9일 방글라데시 코로나 뉴스

[한국 민간 문화원 제공]


2020년 5월 9일 (괄호는 전 날 숫자)
어제 감염자 636명 (709)
어제 사망자 8명 (13)
어제 검역수 5,465명 (5,941)
전체 검역수 116,919명
전체 감염자 13,770명
전체 완치자 2,414명
전체 사망자 214명


করোনাকালে তথ্য আড়ালের এই প্রাণান্ত চেষ্টা কেন?
코로나 시기에 정보를 숨기려하는 필사적 인 시도 왜?
ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্যসংবলিত কোনো পোস্ট দেওয়া ও সে ধরনের পোস্টে লাইক বা শেয়ার করা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকার এক নোটিশ জারি করা হয়েছে ৭ মে। কেউ তা না মানলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিশ জারি করা হলো এমন দিনে, যে দিনে ফেসবুকে সরকার অথবা কোনো ব্যক্তিবিশেষ বা তাদের কাজের সমালোচনা এবং ভিন্নমত প্রকাশের দায়ে এক দিনে ঢাকায় ১১ জন এবং অন্যান্য জায়গায় আরও অন্তত ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তার আইনে মামলার বিষয়টি শহরে সবার মধ্যে আলোচিত হচ্ছিল। মামলা দেওয়ার আগে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া লেখক, কার্টুনিস্ট, ব্যবসায়ীসহ কয়েকজনকে সাদা পোশাকের লোকজন বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ায় অনেকের মধ্যে গুমের আতঙ্কও দেখা দেয়।
페이스북 및 기타 소셜 미디어에 국가의 중요한 사람들에 대한 부정적인 의견을 게시하거나 나누거나 좋아요를 정부 공무원들 금하라는 공지를 5월 7일 발표했다. 준수하지 않는 사람은 법에 따라 조치를 취한다. 이 통지는 정부나 또는 어떤 개인(고위직, 수상 장관등)과 그의 업무에 대하여 반대 의견을 표명하거나 비판을 한 다카에 사는 11명과 지방의 최소 4명에 대해 디지털 보안법으로 채포 하던 날에 발표되었다. 소송을 제기하기 전에 체포 영장없이 작가, 만화가 사업가를 포함한 일부 평범한 사람들을 그들의 집에서 채포해서 사람들에게 공포를 일으켰다.


পশ্চিমা ৭ রাষ্ট্রদূতকে কূটনৈতিক শিষ্টাচার মানার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর
서방 7개국 대사들에게 외교적 예절을 따르라고 조언 - 외교장관
মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত(높은, 높인) রাখার বিষয়ে সম্প্রতি(최근에) ঢাকায় সাতটি দেশের রাষ্ট্রদূত আলাদা আলাদা টুইট করেছেন। তাঁদের এই পদক্ষেপে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।
표현과 언론의 자유는 고귀한 가치를 지키라고 최근 다까에 있는 일곱 국가의 대사에게 각각 트위터를 했다. 압둘 모멘 외무 장관은 그들의 움직임에 불만을 표명했다. 그는 외교관의 에티켓에 따라 대사에게 임무를 수행하도록 조언했다.

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সরকার মানবাধিকারকর্মী, কার্টুনিস্ট, ব্যবসায়ীসহ চারজনকে আটক করে। বুধবার সরকার তাঁদেরসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা টুইটে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরও ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস জি ওয়েলস টুইটে লিখেছেন, ‘বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) নতুন করে গ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে মতপ্রকাশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই।’
그 7개국에 미국 대사 Earl Miller, 영국 대사 Robert Dixon, EU 대사 Rance Tirink, 스웨덴 대사 Charlotte Slitter, 노르웨이 대사 Cecil Bliken, 덴마크 대사 Winnier Peters 이다.
외교 소식통에 따르면 정부는 인권 운동가, 만화가, 사업가 등 4 명을 강제 연행하여 구금했다. 지난 수요일, 정부는 디지털 보안법(Digital Security Act)을 적용 그들과 11명에 대한 소송을 제기했다. 이런 맥락에서 서방 대사들은 트윗에 응답했다.
미 국무부는 또한 디지털 보안법에 따른 체포에 대한 우려를 표명했다.
앨리스 지 웰스 미 국무부 중앙 아시아 부 차관보는 "우리는 방글라데시의 디지털 보안법(ICT)에 따른 새로운 체포에 대해 우려하고있다"고 밝혔다. 방글라데시의 모든 사람이 자유롭게 표현할 수 있도록 정부에 요청한다.


অন-অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত
(방글라데시) 도착 비자가 5월 16일까지 정지

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ বাড়ল। আগামী ১৬ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে।
코로나 바이러스 감염으로 인해 모든 외국인의 방글라데시 입국 도착 비자 정지 기간이 연장되었다. 도착 비자는 5 월 16일까지 정지되었다.


২০ লাখ পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেবে সরকার
2백만 가구에 월 2천 따까 씩 정부 지원
বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে নগদ সহায়তার জন্য সরকার যে কর্মসূচি নিয়েছে তাতে এডিবির অর্থ কাজে লাগানো হবে।
아시아 개발 은행 (ADB)에서 방글라데시의 5 천만 달러 대출. 현재 시장 가격에서 금액은 Tk 4,250 crore입니다. ADB 기금은 정부 프로그램에서 코로나의 영향을받는 가난한 가정에 현금 지원을 제공하는 데 사용됩니다.

করোনায় ১৭ দেশে প্রাণ গেছে ৪৬৭ বাংলাদেশির
코로나로 17 개국에서 467명의 방글라데시 인 사망
(국내보다 해외 사망자가 더 많음)

লকডাউন ভেঙে পড়ায় সরকারের সামনে এখন উপায় কী?
봉쇄를 해제 한 정부의 앞으로 해결 방법은 무엇인가?

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ যখন বাড়ছে, তখন গার্মেন্টস কারখানা চালু করার পর বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক চাপের কারণে সীমিত পরিসরে শিল্প কারখানা বা ব্যবসা চালু করার কথা বলা হলেও তা সীমিত রাখা সম্ভব হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলেছেন, লকডাউন ভেঙে পড়ায় হাজার হাজার মানুষের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দেয়ার জন্য চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করাও সম্ভব হয়নি বলে তারা মনে করেন।
방글라데시에서는 코로나 바이러스 감염이 증가하고 있지만 봉제 공장 가동 후 다양한 분야에서 사업을 시작함에 따라 봉쇄의 효과에 의문이 제기되었다.
정부의 경제적 압력으로 인해 제한된 수의 산업이나 사업을 시작한다고 해도 제한을 유지할 수는 없다.
전문가들은 이 해제로 인해 수천 명의 사람들이 감염 위험에 처했다고 말했다. 또한 해결하기 위한 적절한 치료를 제공 할 수 없을 것이라고 그들은 말했다.
তাহলে বাংলাদেশের জন্য এখন উপায় কী আছে বা কোন পথ খোলা আছে-এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে।
সীমিত পরিসরের বিষয়টি কথাতেই রয়ে গেছে। বাস্তবতা হলো, গার্মেন্টস মালিকরা প্রায় সবাই তাদের কারখানা চালু করেছেন।
কারখানাগুলো খোলার সময় দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার শ্রমিকের ঢাকায় ছুটে আসার সেই অভাবনীয় দৃশ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে।
এখন অনেক কারখানায় শ্রমিকের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির প্রশ্ন উঠেছে।
কিন্তু গার্মেন্টস খোলার মধ্যেই সরকারের চিন্তা সীমাবদ্ধ থাকেনি।
একের পর এক শিল্পকারখানা এবং দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দিয়ে দ্রুততার সাথে নানামুখী অর্থনৈতিক কর্মকান্ড শুরু করার একটা চেষ্টা দেখা যাচ্ছে।
방글라데시의 방법은 무엇입니까?
제한된 범위의 문제는 여전히 해결되지 않은 상태이다. 현실은 거의 모든 의류 소유자가 자신의 공장을 시작했다는 것이다.
공장 개설 기간 동안 나라의 다른 지역에서 다카로 몰려 오는 수천 명의 노동자들의 상상할 수 없는 장면에 대해 많은 토론이있었다.
많은 공장 노동자들이 현재 코로나 바이러스 감염의 위험에 처해 있다.
그러나 정부는 봉제공장을 여는 것에 멈추지 않았다.
하나씩 하나씩 공장과 상점들을 차례로 열어서 다양한 경제 활동을 신속하게 시작하려는 시도가 이루어지고 있다.
(이부분에 대하여 거의 모든 메스컴이 지난 2~3일간 감염 확산에 대한 전문가들 토론이 있었고, 모두 한결 같이 정부의 조치를 비판 했다. 봉쇄가 가장 필요한 현 시점에 해제하는 것에 대해 정부가 몰매를 맞았다. 아마 이런 결과로 정부는 큰 시장과 쇼핑 센터는 계속 열지 못하도록 압력을 넣고 있는 것이 아닌가 생각된다)


বিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর প্রধান প্রধান বিপণিবিতানগুলো খুলছে না।
이드 전에 주요 쇼핑몰과 시장은 문을 열지 않는다.


করোনার সংক্রমণ মোকাবিলায় বগুড়া কারাগারের আরও ৮৮ বন্দীর মুক্তি
코로나 감염과 싸우기 위해 보그라 감옥 수감자 88명 추가 석방
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই কারাগারের ১৬৯ জন বন্দীকে মুক্তির সুপারিশ করা হয়েছে। গতকাল পর্যন্ত ৯৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারের অনুমতি পেলে, অন্যরা ঈদের আগেই মুক্তি পেতে পারেন।
코로나 바이러스 상황으로 인해 189명의 수감자가 석방되었다. 어제까지 99명이 풀려났다. 정부의 허락하에 다른 사람들은 이드 전에 석방 될 수 있다.


৯৬ পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত
96명의 봉제 노동자 코로나에 감염
করোনায় আক্রান্তদের ৮০ শতাংশ শ্রমিকই ঢাকা বা তার আশপাশের শিল্প এলাকায় কর্মরত ছিলেন।
গত ২৬ এপ্রিল পোশাক কারখানা খুলে দেওয়ার পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫২ শতাংশ শ্রমিক। তার মানে, কারখানা চালুর পর তুলনামূলক কম দিনে বেশিসংখ্যক পোশাকশ্রমিক আক্রান্তের খবর পাওয়া গেছে।
코로나의 감염 노동자의 80 %가 다까와 다까 근교 공업지역에서 노동자이다.
이들 중 52 %가 4월 26일 의류 공장이 문을 연 이후 바이러스에 감염되었다. 이것은 많은 의류 노동자들이 공장이 문을 연 이후 비교적 짧은 기간에 감염 된 것으로보고되었다.


করোনা আক্রান্ত চিকিৎসক-নার্সের সংখ্যা হাজার ছাড়িয়েছে
코로나의 감염 의사와 간호사의 수가 1,000명을 넘었다.


বাংলাদেশে তৈরি কোভিড-১৯'র ওষুধ 'রেমডেসিভির' চলতি মাসেই বাজারে আসছে -
방글라데시에서 제조 된 Covid-19의 약물인 렘데시빌이 이 달 안에 시장에 출시 될 예정이다.

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে কি?
일반인이 구매 할 수 있는 범위 내에 있을까요?
করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকারিতার নিরিখে এখন পর্যন্ত যে ওষুধটিকে সবচেয়ে বেশী সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে, সেই 'রেমডেসিভির'-এর উৎপাদন শুরু হয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশটির বেশ কয়েকটি ওষুধ কোম্পানিকে রেমডেসিভির তৈরির অনুমোদন দিয়েছে।
코로나 바이러스 치료를 위한 가장 유망한 약물로 여겨지는 Remedicivir는 방글라데시에서 생산을 시작했다.
방글라데시 약품청은 국가의 몇몇 제약 회사들에 의약을 제조하는 것을 승인했다.
তবে বাংলাদেশে উৎপাদিত এই ঔষধের দাম সম্পর্কে যা ধারণা পাওয়া যাচ্ছে, তাতে করে রেমডেসিভির কতটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঔষধ প্রশাসন অবশ্য বলছে যে তারা রেমডেসিভিরের দাম নিয়ন্ত্রণে কোন হস্তক্ষেপ করবে না।
그러나 약의 가격에 대한 부분은 일반인이 구매 할 수 있을지는 의문이다.
그러나 약품청은 렘데시빌의 가격을 통제하는 데 개입하지 않을 것이라고 밝혔다.
এই সংস্থার মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, বাংলাদেশের আটটি ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠানকে 'রেমডেসিভির' উৎপাদন করার অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, এই কোম্পানিগুলো হলো বেক্সিমকো, এসকায়েফ, ইনসেপ্টা, স্কয়ার, বিকন, হেলথকেয়ার, অ্যাকমি ও পপুলার ফার্মাসিউটিক্যালস। "এর মধ্যে বেক্সিমকো আর এসকায়েফের কাজ অনেকদূর এগিয়েছে। এই মাসের মধ্যেই হয়তো তারা তাদের পণ্য বাজারে ছাড়বে।"
এসকায়েফ ফার্মাসিউটিকালসের মার্কেটিং ও সেলস বিভাগের পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে চলতি মাসের মধ্যেই তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত রেমডেসিভির বাজারে ছাড়া হবে।
이 회사의 총책임자 인 Mahbubur Rahman은 방글라데시에 있는 8개의 제약 회사가 '렘데시빌'를 생산할 수 있다고 말했다.
그 회사들은 Beximco, Escafe, Incepta, Square, Beacon, Healthcare, Acme 및 Popular Pharmaceuticals라고 말했다. "그동안 Beximco와 Escafe의 생산 준비 해 왔습니다.이 달 안에 제품을 출시 할 수 있습니다."
Escafe Pharmaceuticals의 마케팅 및 영업 이사인 Mohammad Mujahidul Islam은 BBC Bangla에 자사가 생산 한 약품이 이달 안에 시장에 출시 될 것이라고 했다. (참고로 SK-F는 미국 회사로 생산 공장이 방글라데시에 있으며, Square는 토종 방글라데시 제야 회사이다.

করোনার যত ওষুধ আসবে, সবই করব: সিমিন হোসেন
코로나에 관련 모든 약을 생산 할 것이다 : Simin Hossain
미국의 유명한 제약 회사 인 SK-F Pharmaceuticals의 상무 이사 Simin Hossain, 그의 아들을 지난 3년전 굴산테러 사건 때 잃었다.


ওষুধের দাম কত হবে?
약 값은 얼마일까?
যারা পাঁচ দিন ধরে চিকিৎসা নেবেন তাদের জন্য রেমডেসিভিরের ৬টি ভায়াল, আর দশ দিনের চিকিৎসা নেয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১১টি ভায়াল প্রয়োজন হবে বলে জানান তিনি।
মুজাহিদুল ইসলাম বলেন, "প্রতিটি ভায়ালের দাম হবে বাংলাদেশি মুদ্রায় ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে।"
그는 5 일 동안 치료를 받을 사람들에게는 6 바이알, 10 일 동안 치료를 받는 사람들에게는 11개의 바이알이 필요할 것이라고 말했다.
Mujahidul 이슬람은 "각 바이알의 가격은 방글라데시 5~6천 따까 될 것"이라고 말했다.


লকডাউনের মধ্যে অনিশ্চয়তায় বাংলাদেশের আম-বাণিজ্য
봉쇄 가운데 불확실 성이 커진 망고 시장

এবার লম্বা সময় ধরে শীত থাকায় এবং মার্চের মাঝামাঝি সময়ে বৃষ্টির কারণে গত বছরের তুলনায় এবার ফলন কিছুটা কম হবে বলে আশঙ্কা বাগান মালিকদের।
এরপরও সময় মতো সব আম বিক্রি করতে পারবেন কি না সেটা নিয়ে তারা সংশয়ে আছেন। কারণ দেশজুড়ে কার্যত লকডাউন চলছে।
긴 겨울과 3 월 중순경에 내린 비로 인해 과수원에 망고 수확량이 작년보다 조금 적을 것이라고 농민들은 염려하고 있다.
그럼에도 불구하고 그들은 모든 망고를 제 시간에 판매 할 수 있을지에 대해 회의적이다. 실제로 전국적으로 봉쇄가 진행되고 있기 때문이다.


লকডাউন নয়, ফোর-টি-তে বাজিমাত দক্ষিণ কোরিয়ার
봉쇄 없이 4-T 전략으로 대 성공한 한국
(이 기사는 밴드의 1페이지당 1,000자 제한으로 다음 페이지로 넘깁니다.
서울대 박사 연구원으로 있는 방글라데시인이 직접 쓴 기사로 지금까지 기사 중 가장 사실적이고 이해하기 쉽게 작성 되었습니다.)